নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা, ২২শে নভেম্বর : বেলডাঙ্গা চক্রের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন বেলডাঙা দেবকুন্ডু ইউনিয়ন স্পোটিং ক্লাব ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় দৌড় ,লং জাম ,হাই জাম ,আলু দৌড়, জিবনাসটিক বিভাগে অংশগ্রহণ করে বহু ছাত্র-ছাত্রী। এই প্রতিযোগিতায় যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে মহকুমা স্তরের ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকেরা