নিজস্ব সংবাদদাতা,বেলডাঙা, ১৭ই নভেম্বর : মহাসমারহে চলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্ঘে জগদ্ধাত্রী পূজা ।শনিবার নবমীতে অন্নকূট অনুষ্ঠানে ৩০-৩৫ হাজার মানুষের সমাগম হয় এই পুজোতে ।এদিন বেলডাঙ্গা পুরসভার পুরপ্রধান ভরত ঝাওর,ভারত সেবশ্রম সংঘের মহারাজ স্বামী প্রদীপ্তানন্দাজী সহ বিশিষ্টজনেরা পর্যবেক্ষণ করেন।উৎসবকে ঘিরে আশ্রমের চারদিকে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।