বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ডোমকল থানা এলাকার ধুলাউড়ি অঞ্চলের মাঝপাড়াতে। মৃতের নাম হাইনুর মালিথা (৫৫)।
জানাগেছে বৃহস্পতিবার দিন হাইনুর মালিথা বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তবে এদিন দুপুরে ফোন করে বাড়িতে জানান, তিনি কাজের ক্ষেত্রে বাইরে থাকবেন রাতে। তারপরে মধ্যরাতে তার মৃত্যুর খবর আছে বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে যান পরিবার। তবে সেখানে মৃতদেহের খোঁজ না মেলায় খোঁজ শুরু হয় এলাকায়।যদিও পরে রাত্রি তিনটে নাগাদ এলাকায় ঘোষপাড়া যশোরতলা মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারাই ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে মৃতের বাড়ি থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ডোমকল থানার পুলিশ। বোমা বাঁধার সময় বিস্ফোরনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান