নিজস্ব সংবাদদাতা,ডোমকল, ১৬ই নভেম্বর :বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকল থানার ঘোড়ামারা গ্রামে।মৃতের নাম মনিরুল ইসলাম। স্থানীয় সুত্রে খবর এদিন গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা তবে,রাতের অন্ধকারে গ্রামবাসীর কিছু বুঝতে পারেন নি।ভোরের আলো ফুটতেই গ্রামের মাঠের মাঝে এক ব্যক্তির ছিন্নভিন্ন দেহ দেখতে পান গ্রামবাসীরা।মৃতদেহ ও আশেপাশের পরিবেশ দেখে গ্রামবাসীদের অনুমান বোমা বাধার কাজ চলছিল আর এই বোমা বাধতে গিয়েই বিস্ফোরন ঘটে। এই বিস্ফোরণের এই ব্যক্তির মৃত্যু হয়েছে।খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে জায় ডোমকল থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাধার সময় বিস্ফোরণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে, তবে কেউ আহত হয়েছে কিনা তার খোঁজ শুরু হয়েছে। কি কারনে বোমা বাধার কাজ চলছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।