বোমা বাঁধার সময় বিষ্ফোরনে মৃত দুই ,আহত তিনজন

0
133

 

বোমা বাঁধার সময় বিষ্ফোরনে মৃত দুই ,আহত তিনজন।মঙ্গলবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ এলাকার সাইলাপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় এদিন দুপুরে ঐ এলাকার একটি আমবাগানে বোমাবাঁধার কাজ চলছিল। সেই সময় বোমা বিষ্ফোরন হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিলামপুর  প্রাথমিক স্বাথ্য কেন্দ্র পরে মালদা ম্যডিকাল কলেজে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় বাপী ঘোষ ও বিশ্বজিত ঘোষের নাম দুই ব্যাক্তির। গুরুতর আহতদের কারও হাত কারো পা উরে গিয়েছে। স্থানীয় লোকেদের বক্তব্য পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা চলছিল। তারই জেড়ে এই ঘটনা ঘটতে পারে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।