ছাগলে খেলো ভাত। তা নিয়ে ঘটল তুলকারাম কান্ড। হস্তক্ষেপ করতে হল পুলিশ কর্তাদের।অভিযোগ হল খুন করার চেষ্টা। উপযুক্ত শাস্তির প্রতিশুতি দিলেন তবেই হল মীমাংসা। এমন ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা তালঝাড়ী এলাকায়।
এই এলাকার খোকন কিস্কুর ছাগল মজিলা কিস্কুর বাড়িতে ঢুকে তাঁর ভাত খেয়ে নেয়। এই কারণে মজিলা ছাগলটিকে বেধড়ক মারে। তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাগলের কর্তা খোকন।বাঁশ দিয়ে মজিলাকে পিটুনি দিতে থাকে। বাঁশের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মজিলা। এরপরও চলে মারধোর। দুই পক্ষের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। আর অচৈতন্য মজিলাকে রক্ষা করে। খবর দেওয়া হয় হবিবপুর থানায়। স্থানীয় বাসিন্দারা বিচারের দাবী তুলে। দুই পক্ষই অভিযোগ করে পুলিশকে। পুলিশ তদন্ত করে অভিযুক্তকে উপযুক্ত শাস্তির প্রতিশুতি দেয় পুলিশ। এরপর আহত মজিলাকে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।