ব্যাঙ্ক, বিদ্যুৎ দপ্তর ও সিনেমা হলের রাস্তায় বেড়া দিয়ে পথ আটকে দিলো চক ইসলামপুর গ্রামপঞ্চায়েত

নিজস্ব সংবাদদাতা,ইসলামপুর, ২০শে নভেম্বর :নিরাপত্তার কারনে ইসলামপুরের রূপালী হলের গেট বন্ধ রাখেন মালিক দেবকী দত্ত। রূপালী সিনেমা হল চত্বরেই রয়েছে, ইসলামপুরের বিদ্যুৎ দপ্তর, প্রধান রাষ্ট্রায়াত্ত ব্যাংক।হলের গেট দিয়ে বাসিন্দাদের যাতায়াতের দাবীতে ব্যক্তিগত মালিকানার জমিতে যাবার পথ আটকে দিলো পঞ্চায়েত। পঞ্চায়েতের রাস্তার সাথে সংযোগকারি ব্যাঙ্ক, বিদ্যুৎ দপ্তর ও সিনেমা হলের রাস্তায় বেড়া দিয়ে পথ আটকে দিলো চক ইসলামপুর গ্রামপঞ্চায়েত। ঘটনায় ব্যপক ক্ষোভ যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দাদের।

যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি হাসান বাপির বক্তব্য, নির্দিষ্ট মালিকানার রাস্তায় যাতায়াত করতে দিচ্ছে না স্থানীয়দের রূপালী সিনেমা হল মালিক। ও তাদের ভাড়ায় রয়েছেন এস বি আই ও বিদ্যুৎ দপ্তর। সে সব জায়গা থেকেই টাকা পান তারা তবুও নিজস্ব পথ বন্ধ করে পঞ্চায়েতের পথেই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন জমির মালিক দীর্ঘদিন। তাই পঞ্চায়েত নিজের জায়গায় ঘিরেছে। মানুষের সুবিধার্থে নির্দিষ্ট জমির মালিক যদি পঞ্চায়েতের সঙ্গে বসে এবং তার রাস্তা সব সময়ের জন্য খুলে দেন তবেই পঞ্চায়েত তার বেড়া তুলবে।