নিজস্ব সংবাদদাতা,বহরমপুর , ৭ই ডিসেম্বর : আগামি ১৯শে জানুয়ারী ব্রীগেড সমাবেশকে সফল করতে জেলা তৃণমূল শিবির ২টি নতুন কমিটি গঠন করলো। একটি হল সেণ্ট্রাল মনিটারিং কমিটি ও জেলার ব্লক গুলিকে দেখভালের জন্য পর্জবেক্ষক কমিটি। এই জেলা থেকে প্রায় ৩ লক্ষ মানুষ যাতে এই সভাই যোগ দিতে পারেন সেই লক্ষের কাজ করবে এই দুটি নতুন কমিটির সদস্যরা। শুক্রবার বহরমপুরে দলীয় কার্জালয়ে সাংবাদিক বৈঠকে একথায় জানান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা