নিজস্ব সংবাদদাতা,বহরমপুর,৯ই ডিসেম্বর :আগামী ১৯শে জানুয়ারী কলকাতার ব্রীগেড সমাবেশকে সফল করতে রবিবার বহরমপুর শহর জুড়ে মহামিছিল করলো বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিন দুপুরে বহরমপুর শহর জুড়ে এই মহামিছিল পরিক্রমা করে। এই মিছিলে পা মেলান মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য রাজীব হোসেন, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নাড়ু গোপাল মুখার্জী সহ দলীয় নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক । এদিন মিছিল শেষে টেক্সটাইল কলেজ মোড়ে পথসভাও করে সংগঠনের কর্মী সদস্যরা।