নিজস্ব সংবাদদাতা,ভরতপুর, ১৬ই নভেম্বর :শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই গ্রামের মাঠে একটি মিনি ডিপের পাশে জলাশয় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল ভরতপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম দিনেশ দে (২২) আমলাই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় দিনেশ বাড়ি থেকে বেরিয়ে যায় তার পর থেকে আর বাড়ি ফেরে নি। রাতে পরিবারের লোকজনরা ফোন করে আত্মীয়দের বাড়িতে খোঁজ করেন এবং আশেপাশের গ্রামে ও খোঁজ চালান। রাতে বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজ শুরু হয়। আজ সকালে গ্রামবাসীরা আমলাই সংলগ্ন মাঠের একটি মিনিডিপের পাশে জলাশয়ে দিনেশের মৃতদেহ ভাসতে দেখে ভরতপুর থানার পুলিশ কে খবর দেন। ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন ।পরিবার লোকজনদের অভিযোগ দিনেশ কে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে। মৃত দিনেশ মুখে ও শরীরের একাধিক আঘাতে চিহ্ন রয়েছে।