জমি নিয়ে কাকা ভাইপোর বিবাদ, আর এর জেরে ভাইপোকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার সাতঘরিয়া গ্রামে। ঘটনায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তরা অধরা।
স্থানীয় সূত্রে জানা গেছে কাকা শেখ নুহুর সাথে ভাইপো শেখ মুজিবরের জমি নিয়ে বিবাদ ছিল দীর্ঘদিনের। রবিবার এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। বিবাদ চরমে উঠলে কাকা দলবল নিয়ে ভাইপোর ওপর হামলা চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ভাইপো কে। গুরুতর জখম অবস্থায় ভাইপো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ৫ জনের নামে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা এখনো অধরা