ভাষা সমস্যায় পথহারা তেলেঙ্গানার এক অসহায় ব্যক্তিকে ঘরে ফিরিয়ে নজীর সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ডের ইনচার্জ মোহাম্মদ আজমাল আক্তারের। সুদূর তেলেঙ্গানা থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক অসহায় ব্যক্তিকে পরিবারের কাছে পৌঁছে দিয়ে নজীর স্থাপন করলো সামসেরগঞ্জ থানার পুলিশ। সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক অফিসার ইন-ইনচার্জ মোহাম্মদ আজমাল আক্তারের প্রচেষ্টায় দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া ব্যক্তি ঘরে ফিরলেন। বৃহস্পতিবার ডাকবাংলায় অবস্থিত সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ড অফিসে আনুষ্ঠানিকভাবে ওই ব্যক্তিকে পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফেরত পেয়ে খুশি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারানগেল জেলার বাসিন্দারা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তেলেঙ্গানা রাজ্যের ওয়ারানগেল জেলার জেসুগন্ডা থানা এলাকার বাসিন্দা জাননু জনার্দন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। তারপরেই অকল্পনীয় ভাবে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এসে পৌঁছান ওই ব্যক্তি। কিন্তু পথহারা ওই ব্যক্তির ভাষা তেলেগু হওয়ায় কার্যত অসহায় হয়েই ঘোরাফেরা করছিলেন। ভাষাগত সমস্যায় তার দিকে তেমন নজর পড়েনি কারো। কিন্তু গত সোমবার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি।
আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ
এক টোটো চালকের নজরে আসায় তিনি ডাকবাংলায় অবস্থিত সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ড অফিসের ইনচার্জ মোহাম্মদ আজমাল আক্তারকে বিষয়টি জানান। তখনই তড়িঘড়ি ওই অফিসার অফিসে নিয়ে এসে নাম পরিচয় জানতে চান। কিন্তু কোনো ভাষায় বুঝতে পারছিলেন না পথহারা ওই ব্যক্তি। অবশেষে খাতা কলমের মাধ্যমে ইংরেজী ভাষায় তার কাছ থেকে কোনরকমে নাম ঠিকানা উদ্ধার করেন আজমাল বাবু। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারানগেল জেলার কন্ট্রোল রুমে যোগাযোগ করেন।
কন্ট্রোল রুম ও হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি মানবাধিকার সংগঠনের প্রচেষ্টায় তার বাড়ির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তারপরেই পর্যাপ্ত নথি নিয়ে বুধবার রাতেই সামসেরগঞ্জে পৌঁছান পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালেই ওই ব্যক্তিকে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে পেয়ে কার্যত চোখেমুখে আনন্দে অশ্রুজল আসে তেলেঙ্গানার বাসিন্দাদের। হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারায় খুশি সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ডের ট্রাফিক অফিসার ইন-ইনচার্জ মোহাম্মদ আজমাল আক্তারের। জঙ্গিপুর পুলিশ জেলার মহতী এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।