মিছিলে নকল আগ্নেয়াস্ত্র। ভীতি ছাড়ানোর অভিযোগে গ্রেফতার দুই যুবক। আগ্নেয়াস্ত্র নিয়ে মহরমের মিছিলে প্রকাশ্যে নাচের ছবি ভাইরাল। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। যদিও খেলনা আগ্নেয়াস্ত্র বলে দাবি জেলা পুলিশের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিশাল রুহিদাস,শেখ অজগর। তাদের বাড়ী পুরুলিয়া শহরে মুনসেফ ডাঙ্গায় টিয়াকাপাড়া এলাকায়। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
মঙ্গলবার দুপুরে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে দুই যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহরমের মিছিলে নাচছেন। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুরুলিয়া জেলা পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রই। পরে দেখা যায় দুটি আগ্নেয়াস্ত্রই নকল। জেলা পুলিশ সুপার একটি সাংবাদিক বৈঠক করে জানান, ভিডিওতে যে ছবি দেখা গিয়েছে সে গুলি আসলে খেলনা বন্দুক। মানুষজনের মধ্যে ভীতি ছাড়ানোর জন্যই দুই যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র নিয়ে মহরমের মিছিলে প্রকাশ্যে নাচের ছবি ভাইরাল। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। যদিও খেলনা আগ্নেয়াস্ত্র বলে দাবি জেলা পুলিশের। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিশাল রুহিদাস,শেখ অজগর। তাদের বাড়ী পুরুলিয়া শহরে মুনসেফ ডাঙ্গায় টিয়াকাপাড়া এলাকায়। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। মঙ্গলবার দুপুরে একটি ভিডিও ভাইরাল হয়।
সেখানে দেখা গিয়েছে দুই যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে মহরমের মিছিলে নাচছেন। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুরুলিয়া জেলা পুলিশ। উদ্ধার করা হয় দুটি আগ্নেয়াস্ত্রই। পরে দেখা যায় দুটি আগ্নেয়াস্ত্রই নকল। জেলা পুলিশ সুপার একটি সাংবাদিক বৈঠক করে জানান, ভিডিওতে যে ছবি দেখা গিয়েছে সে গুলি আসলে খেলনা বন্দুক। মানুষজনের মধ্যে ভীতি ছাড়ানোর জন্যই দুই যুবককে গ্রেফতার করা হয়। মিছিলে নকল আগ্নেয়াস্ত্র