ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে গেল কাঠের কারখানাসহ একটি বাড়ি

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে গেল কাঠের কারখানাসহ একটি বাড়ি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নওদা, ২৪শে নভেম্বর :ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে গেল কাঠের কারখানাসহ একটি বাড়ি। ঘটনাটি ঘটে গেল নওদার বেগুনবাড়ি পঞ্চায়েতের অধীন হরেকনগর হঠাৎপাড়াতে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে সাকির সেখের বাড়ির পাশে যে বিদ্যুতের খুটি রয়েছে তাতে প্রায়শ সন্ধ্যার পর থেকে আগুনের ফুলতি দেখা যেত। শুক্রবার রাত ৯ টার পর এই আগুনের ফুলকি থেকেই সাকির সেখের কাঠের কারখানার আগুন লাগে ঘটনার কিছু পরে বিষয়টি নজরে আসে। বেলডাঙ্গা-আমতলা রোডের উপরেই ঘটনাটি ঘটায় সহজেই পথচলতি লোকের নজরে আসে। সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়। ঘটনায় খবর দেওয়া হয় দমকলে, যদিও দমকল বাহিনী আসার আগেই স্থানীয় বাসিন্দা ও জাগরণ মঞ্চ সহ একাধিক সংস্থার সদশ্যদের উপস্থিতিতে আগুন দমকল বাহিনী আসার আগেই নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে তার আগেই কাঠের মিল সহ দুটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top