মঙ্গলবার পরিবহন ধর্মঘটে আংশিক প্রভাব পরলো মালদায়। রাস্তায় সরকারী বাস চলাচল স্বাভাবিক থাকলেও নগন্য বেসরকারি বাস চলাচল। এদিন মালদা শহরের রথবাড়ি এলাকার ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। যদিও পুলিশি হস্তক্ষেপে ৩০মিনিটের মধ্যে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।
আইএনটিইউসির জেলা সভাপতি কাজী নজরুল ইসলাম বলেন পুলিশ দিয়ে জোর করে সরকার ধর্মঘট প্রত্যাহার করার চেষ্টা করেছিলো। কিন্তু পরিবহন কর্মীরা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এ দিনের ধর্মঘটে সামিল হয়েছে। ধর্মঘট সফল।
সিটু নেতা নুরুল ইসলাম বলেন পরিবহন শিল্পকে বাঁচানোর জন্যই এই ধর্মঘট ডাকা হয়েছিল। তা সর্বাত্মক সফল হয়েছে।
কিন্তু এই ধর্মঘটের জেরে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।