মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম পূলক মন্ডল। শুক্রবার সন্ধ্যায় মর্শিদাবাদের বেলডাঙার নপুকুর মাঠপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় বেলডাঙার নপুকুর মাঠপাড়ায় মন্দির থেকে দুর্গা প্রতিমা বের করতে যাচ্ছিলেন বেশ কয়েকজন তখনই তাতে আলোকসজ্জার কারেন্টের তার বছর ৩৫ এর পূলক মন্ডলের গলায় আটকে যায় এবং তারপরেই ঠাকুর পড়ে যায় ওই ব্যক্তির। ঘটনার পর পিছন ফিরে লোকজন দেখে যে ঠাকুর পড়ে গেছে , ঠাকুর তোলার পর দেখা জায় একজন নিচে পড়ে আছে এবং তার গায়ে হাত দিতে না দিতেই শক মারে । বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ কারেন্টের মেন নামিয়ে ফেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করে । মৃত পুলক মন্ডলের বাড়ি ঐ এলাকাতেই, সে বাড়িতে বিড়ি বাধা ছাড়াও শ্রমিকের কাজ করতেন
মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram