মদের টাকা না দেওয়ায় কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে

 

মদের টাকা না দেওয়ায় কীটনাশক খাইয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মালদার গাজলের বাগ দিঘী গ্রামের ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।
মৃতার তার নাম সুখী ঘোষ। মৃতার মা লক্ষ্মী ঘোষের অভিযোগ তার জামাই ভবেশ ঘোষ একজন মদ্যপ ব্যক্তি। প্রায় এর কাছে মদ খাওয়ার জন্য টাকা চায়। টাকা না দিলেই চলে অত্যাচার। শনিবার রাত্রিবেলা স্ত্রীর কাছে মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিল। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করে স্ত্রী লক্ষ্মী। এরপরই তাকে কীটনাশক খাইয়ে দেয় ভবেশ। আশঙ্কাজনক অবস্থায় লোকটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গা-ঢাকা দিয়েছে।