মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন তিন যুবক। লাঠি, রড দিয়ে বেধড়ক মারধোর করা হয় তাদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার তালদা শিকারি পাড়ায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন ঐ তিন যুবক। এ বিষয়ে বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সুজয় নাইয়া, শুভঙ্কর নাইয়া সহ বাকিরা।
মূলত অভিযোগ আক্রান্ত চন্দ্রকান্ত সরদার, বিধান সরদার, বাপ্পা সরদার এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। সেই কারণেই তাদের উপর আক্রোশ ছিল টুকাই শিকারি, সুজয় নাইয়া, শুভঙ্কর নাইয়াদের। কারন অভিযুক্তরা সকলেই যুব তৃণমূল কর্মী। প্রায় প্রতিদিন বিভিন্ন অছিলায় চন্দ্রকান্ত, বিধানদের টোন টিটকিরি করতো অভিযুক্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ও তারা মদ্যপান করে এসে চন্দ্রকান্তদের দোকানের সামনে এসে গালিগালাজ করতে শুরু করে তারপর তারা প্রতিবাদ করলে তাদের বেধড়ক মারধর করা হয় l