রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কেন্দ্র দখল করাকে ‘অলীক স্বপ্ন’বললেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন চন্দ্রবাবু নাইডুর সাথে বৈঠক করে ২৪২টি আসন পাওয়া সম্ভব নয়।ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী অলীক স্বপ্ন দেখছেন। মুকুলবাবু বলেন এ রাজ্যে কোন গণতন্ত্র নেই। এ রাজ্যের মানুষকে মদের নেশায় আসক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ঢালাও মদ বিক্রীর লাইসেন্স দিচ্ছেন। শিল্প অথবা কর্ম সংস্থানের ব্যবস্থা করে রেভিনিউ বৃদ্ধির কোন প্রচেষ্টা নেই এ রাজ্যের সরকারের। বাম আমলে মন্ত্রী বুদ্ধবাবুকে উদ্দেশ্য করে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্লোগান দিতেন রাম রাজমে ঘি মিলে,কৃষ্ণরাজ মে দুধ। বুদ্ধরাজ মে চুল্ল মিলে গুম গুম কে পি। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে মদের লাইসেন্স দিয়ে এমনই পরিস্থিতি তৈরী করছেন।