মাকে কটুক্তির প্রতিবাদ করায় আক্রান্ত ছেলে সহ ৪

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৭শে নভেম্বর :পুরনো বিবাদের জেরে মাকে কটুক্তির প্রতিবাদ করায় ছেলে সহ একই পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর আহত ছেলে সহ তিনজন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রিবেলা মালদা গাজোল থানার আলীনগর অঞ্চলের রামনগর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
জানা গিয়েছে আহত নাম জামাল হোসেন (৩৪)। তার পরিবারের সদস্যরা জানায়,জামাল হোসেনের সঙ্গে প্রতিবেশী খাবীর শেখের সঙ্গে পুরনো একটি বিবাদ ছিল। সেই বিবাদের জেরে মাঝে মধ্যে জামাল হোসেনের পরিবারের সদস্যদের বাজে ভাষায় গালিগালাজ ও কটুক্তি করে প্রতিবেশী খাবির শেখ।এদিন সন্ধ্যাবেলায় আবারো জামাল হোসেনের পরিবারের সদস্যদের লক্ষ্য করে কুটুক্তি ও গালাগাল শুরু করে খাবির শেখ। এরপরই জামালের মা রুশনারা বিবি ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধোর শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ছেলে এই দেখে মাকে বাঁচাতে গেলে জামাল হোসেনকে মাথায় আঘাত করে খুনের চেষ্টা করে। অভিযোগ সেই সময় পরিবারের অন্যান্য সদস্যরা বাঁচাতে আসলে তাদেরকে মারধর করা হয়। ঘটনায় প্রতিবেশীরা ছুটে আসতেই অভিযুক্তরা ঘটনা বেগতিক দেখে পালিয়ে যাই। আহত ৪ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৩জনকে ছেড়ে যাওয়া হলেও জামাল হোসেন এর অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবারের সদস্যদের। ঘটনার পর আহত পরিবারের সদস্যদের পক্ষ থেকে গাজোল থানা খাবির শেখ সহ ১০জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।