মাত্র 1 কাঠা জমি নিয়ে শরিকি বিবাদের জেরে ভাইপোদের হাতে আক্রান্ত হলেন কাকিমা। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার চাঁদমনী গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। গুরুতর আহত ওই মহিলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ছেলে এবং মেয়ে। এই ঘটনায় 8 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে সামসি ফাঁড়িতে। শ্লীলতাহানি ও খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে তাদের নামে l পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।