মাদকের টাকা না পেয়ে মাকে খুন , গ্রেফতার ছেলে

মাদকের টাকা না পেয়ে মাকে খুন , গ্রেফতার ছেলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মাদকের

মাদকের টাকা না পেয়ে মাকে খুন , গ্রেফতার ছেলে।উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার ন্যাজাট থানা ঘোষপুর গজালিয়া গ্রামের ঘটনা। বছর ২৮ এর ঈশ্বর বর, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে প্রায় ঝামেলা হতো শিবানী দেবীর এক বছর আগে স্বামী মারা গিয়েছে। একমাত্র রোজগার বলতে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তার সংসার চলত। ছেলে কোন রকম ভাবে দিনমজুরের কাজ করতো।

 

ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এমন কি মারধর করতো বলে অভিযোগ ,ছেলে ও মায়ের মধ্যে দীর্ঘ প্রচন্ড ঝামেলা হয় কয়েকবার সালিশি সভায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। মায়ের সরকারি প্রকল্পের টাকা সেই টাকা ছেলে নেশার জন্য চাইলে মা দিতে রাজি হয় না।

 

আর ও পড়ুন    কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো ঘিরে প্রবল উৎসাহ

 

বৃদ্ধা শিবানী বর গত মঙ্গলবার সকাল বেলা বাড়ি থেকে চলে যায়। তারপর নিখোঁজ হয়। এরপর নেজাট এর জেটিঘাট থেকে শিবানী বরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।এই ঘটনা চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ছেলে ঈশ্বর পরিকল্পনা করে মাকে মেরে জেটিঘাটে রেখে দিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করেআজ বৃহস্পতিবার ভোররাতে বাড়ি থেকে।

 

পুলিশের জেরায় মাকে খুনের কথা স্বীকার করেছে। ধৃত ঈশ্বর আজ বৃহস্পতিবার বসিহাট মহাকুমার আমাদের তোলা হয়েছে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্ত করছে পুলিশ শিবানী দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, মাদকের টাকা না পেয়ে মাকে খুন , গ্রেফতার ছেলে।উত্তর ২৪ পরগনা জেলার বসিহাট মহাকুমার ন্যাজাট থানা ঘোষপুর গজালিয়া গ্রামের ঘটনা। বছর ২৮ এর ঈশ্বর বর, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এই নিয়ে বৃদ্ধা মা শিবানী বরের সঙ্গে প্রায় ঝামেলা হতো শিবানী দেবীর এক বছর আগে স্বামী মারা গিয়েছে।

 

একমাত্র রোজগার বলতে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা দিয়ে তার সংসার চলত। ছেলে কোন রকম ভাবে দিনমজুরের কাজ করতো। ছেলে দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত হয়ে মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এমন কি মারধর করতো বলে অভিযোগ ,ছেলে ও মায়ের মধ্যে দীর্ঘ প্রচন্ড ঝামেলা হয় কয়েকবার সালিশি সভায় বসলেও কোন সমাধানসূত্র মেলেনি। মায়ের সরকারি প্রকল্পের টাকা সেই টাকা ছেলে নেশার জন্য চাইলে মা দিতে রাজি হয় না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top