মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে সামনে সরকারি খাস জায়গা উপর তৃণমূলের উদ্যোগে একটি রোগী সহায়তা কেন্দ্র খোলা হবে আর এই রোগী সহায়তা কেন্দ্র ফেস্টুন কে লাগাবে এই নিয়ে তৃণমূল মাদার ও যুব তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এল কান্দিতে। রবিবার সন্ধ্যায় কান্দি ব্লক ও শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি ছবি দিয়ে একটি ফ্ল্যাক্স লাগানো হয়, রবিবার রাতে সেই ফ্লেক্স উপর পাল্টা মাদারের কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স লাগানো হয় শুভেন্দু অধিকারী, সুব্রত সাহা সহ মুখ্যমন্ত্রী ছবি দিয়ে। বচশার সুত্রপাত তৈরি হয় এখানেই রবিবার মধ্যে রাতে কান্দি ব্লক ও শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি সহ ছবি দিয়ে বিশাল পাল্টা আরো একটি ছবি লাগানো হয়। কেন এত বড় ফ্লেক্স লাগানো হল সরকারী জায়গা উপর এই নিয়ে কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের সাথে যুব তৃণমূল কংগ্রেস গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।