মানসিক ভারসাম্যহীন এক বালককে পাটের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে উৎপল মন্ডল নাম এক যুবক l ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার অন্তর্গত জোর পাথুরিয়া গ্রামে l রক্তাক্ত অবস্থায় রাহুল শেখ নামে আক্তান্ত ওই বালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুরে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় l পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে l