মানসিক ভারসাম্যহীন ১১বছরের এক কিশোরের পুরুষাঙ্গেঁ সূঁচ

 

পুরুষাঙ্গেঁ সূঁচ। মানসিক ভারসাম্যহীন ১১বছরের এক কিশোর পুরুষাঙ্গেঁ ঢুকিয়ে ফেলে সূঁচ। ২৪ঘন্টা ধরে সূঁচটি এই কিশোরের পুরুষাঙ্গেঁ থাকার পর যন্ত্রনায় কাতরাতে থাকে ১১বছরের মানসিক ভারসাম্যহীন কিশোর রাজু হালদার। সমস্যা সমাধানে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান তাঁর পরিবার। চিকিৎসক তৎক্ষণাৎ কিশোরকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শুক্রবার সন্ধ্যায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিক্যাল কলেজ হাসপাতালের নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম শুরু করে চিকিৎসা। এরপর অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকালে অস্ত্রোপ্রচার হয় কিশোরের। আর বের করা হয় সূঁচটি। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী
অধ্যক্ষ অমিত দাঁ জানান, বিরল এমন অস্ত্রোপ্রচারে সফল হয়েছে মেডিক্যাল কলেজের চিকিৎসক টিম। এখন কিশোরটি সুস্থ।