মানিকচক থানার রামনগর গ্রামে গুলিবিদ্ধ তিন বছরের শিশু

মানিকচক থানার রামনগর গ্রামে গুলিবিদ্ধ তিন বছরের শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মানিকচক থানার রামনগর গ্রামে গুলিবিদ্ধ তিন বছরের শিশু মৃণাল মন্ডল ।মালদার এক নাসিংহোমে ১০দিন ধরে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। বন্দুকের গুলি তাঁর কপাল ভেদ করে মাথা দিয়ে বেরিয়ে যায়। মরণাপন্ন এই শিশুটিকে নাসিংহোমের চিকিৎসক সুষেণ চ্যাটাজীর নেতৃত্বে সাত সদস্যের চিকিৎসক টিম চিকিৎসা করে অনেকটাই বিপদমুক্ত করে তুলেছেন।


শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। রাজনীতির পাশা খেলার শিকার হয় শিশুটির জীবন। অভিযোগ ওঠে ঘটনার পিছনে বিজেপি সমর্থিত কর্মীরা রয়েছে। ১৮জন বিজেপি কর্মীর বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগও হয়। ফরেন্সিক দল ও ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও মুল অভিযুক্ত অধরা রয়েছে।শনিবার শিশুটির শারীরিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটা স্থিতিশীল বলে জানান নার্সিংহোমের চিকিৎসকেরা। খেয়েছে ক্যাডবেরী চকলেট। মায়ের হাত থেকে হরলিক্সও খেয়েছে। শিশুটি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার ফলে আপাতত স্বস্তিতে শিশুর পরিবার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top