মানিকচক থানার শিশু গুলি কান্ডের ঘটনার তদন্ত করতে মালদায় পৌঁছালো ফরেন্সিক দল

0
135

মানিকচক থানার শিশু গুলি কান্ডের ঘটনার তদন্ত করতে মালদায় পৌঁছালো ফরেন্সিক দল। সাড়ে দশটার নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসে দলটি। সংগ্রহ করল নমুনা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরেন্সিক আধিকারিক জানান নমুনা পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করার পর গুলি কান্ডের রহস্য ভেদ সম্ভব হবে। কমপক্ষে ১০থেকে ১৫ দিন পরে রির্পোট পাওয়া যাবে। গুলিবিদ্ধ শিশুর চিকিৎসকের সাথে কথা বলেছেন তারা।এদিকে অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ  দীপক সরকার জানান ঘটনার তদন্ত চলছে। গুলির রহস্যভেদ করার জন্য ফরেন্সিক টিম  তদন্ত করছে।