মানিকে মাগে হিথের গায়িকা এখন হিন্দি ছবিতে প্লেব্যাক সিঙ্গার। মানিকে মাগে হিথে’ গানটি ভারতের কোন ভাষার গান না হয়েও তা ভারতে এতটা জনপ্রিয়তা লাভ করেছে। গোটা বিশ্বে এসগান এখন পরিচিত। শ্রীলঙ্কান গানটির ভাষা বোঝার সাধ্য তেমন কারুর না থাকলেও এই গানটির সূত্রেই তোলপাড় গোটা বিশ্ব। বিখ্যাত শ্রীলঙ্কান গায়িকা ‘ইয়োহানি দি সিলভা’ এই গানের সৃষ্টিকর্তা।
এই গানের লেখা, সুর, কণ্ঠ সবটাই তাঁর। তিনি এক কালে সোশ্যাল মিডিয়া দিয়েই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু প্রথম প্রথম কোনও সাফল্যের মুখ না দেখলেও পরে মানিকে মাগে হিথে গানটিই তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। আজকাল সোশ্যাল মিডিয়া এমনই একটি প্লাটফর্ম যেখান থেকে মানুষের ভাইরাল হতে বেশি সময় লাগেনা আর একবার ভাইরাল হলে সেই মানুষ এক্কেবারে সেলিব্রিটিতে পরিণত হয়।
তেমনই ইয়োহানিও এখন সেলিব্রিটি পর্যায় চলে গিয়েছেন, বলিউডেও প্লেব্যাকের সুযোগ পেয়েছেন তিনি। কিছুদিন আগেই তাঁর কন্ঠে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘থ্যাঙ্ক গড’ ছবির ‘মানিকে মাগে হিতে’ গানটির হিন্দি সংস্করণ মুক্তি পেয়েছে। তাঁর ভাইরাল গানের মতোই সিদ্ধার্থ মলহোত্রা এবং নোরা ফাতেহি অভিনীত এই গানটিও ব্যপক পরিমাণে ভাইরাল হয়েছে।এমনকি তাতে রিলে মেতেছেন একাধিক সোশ্যাল ইউজিররাও। আর এই গানের হাত ধরে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি বলিউডেও পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন। সম্প্রতি ইয়োহানি এসেছিলেন দেশের জনপ্রিয় কমেডি শো কপিল শর্মার শোতে। আর এখানে এসে ভাইরাল ট্র্যাক ‛মানিকে মাগে হিতে’ গানটি গেয়েই শোনালেন এই গায়িকা।
আসলে যে কারণে তিনি বিখ্যাত কপিল শর্মা শোতে এসে সেই গান তিনি গাইবেন না তা কি হতে পারে! এদিন কপিল নিজেই ইয়োহানির দুর্দান্ত পারফরম্যান্সের একটি ঝলক শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর স্বাভাবিকভাবেই এদিনও ইয়োহানির গানে মুগ্ধ হলেন কপিল শর্মা থেকে শুরু করে মঞ্চে উপস্থিত সকলেই।এদিন গোলাপি রঙের প্যান্টস্যুটে চমতকার দেখাচ্ছিল গায়িকাকে। গিটার বাজিয়ে গান গাইলেন তিনি ‛মানিকে মাগে হিতে’।
অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‛থ্যাঙ্ক গড’ র জন্য জুবিন নৌটিয়াল এবং সূর্য রগুনাথনের সঙ্গে জুটি বেঁধে মানিকে মাগে হিতে-র হিন্দি ট্র্যাকটি গেয়েছেন ইয়োহানি। প্রোমো শেয়ার করে কপিল শর্মা লিখেছেন যে, ‛লেডিস এন্ড জেন্টেলম্যান ভাইরাল সেনসেশন ইয়োহানি এই বাড়িতে’। সঙ্গে কয়েকটি নাচের ইমোজিও দিয়েছেন। তবে এই প্রমোতে ইয়োহানির পাশাপাশি আকৃতি কক্করকেও দেখা গিয়েছে। সুতরাং আপাতত কপিল শর্মার শোয়ের এই পর্বটি দেখার অপেক্ষায় সকলেই।