মামার বাড়ি বেড়াতে এসে লরির ধাক্কায় মৃত্যু হল ভাগ্নের। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বেলডাঙ্গা থানার সারগাছি এলাকায়।
সুত্রের খবর বহরমপুরের চালতিয়া এলাকার বাশিন্দা বছর ১২ কৃষ্ণ প্রামানিক কয়েক দিন আগে তার মামার বাড়ি বেলডাঙ্গার রঘুনাথতলা সারগাছিতে আসে। এদিন দুপুরে কয়েকজন বন্দুর সাথে সাইকেল নিয়ে বেড়ায় ভাগ্নে কৃষ্ণ প্রামানিক। সাইকেল চালানোর সময় লোকাল রাস্তায় একটি লরি এসে কৃষ্ণ প্রামানিকের সাইকেলে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় কৃষ্ণ প্রামানিককে স্থানীয়রা বেলডাঙ্গা গ্রামীন হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষন পর সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক লরিটি আটক হলেও চালক পলাতক বলে খবর। ঘটনায় শোকের ছাড়া নেমে এসেছে গোটা এলাকায়।