মারুতি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ , আহত ১ । আহতের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শনিবার সকাল ৯টা নাগাদ, ইংরেজবাজার থানার কাটাগর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। ঘাতক মারুতিটিকে আটক করেছে ইংরেজবার থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম, ফিরোজা বিবি(৪২)। আহত বাইক আরোহীর নাম, এনামুল মন্ডল(৫২)। বাড়ি কালিয়াচক থানার ছোট সুজাপুর মন্ডল পাড়া এলাকায়। জানা গিয়েছে, বাইকে মালদা শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন এনামুল মন্ডল ও ফিরোজা বিবি। কাটাগর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে হঠাৎ মুখোমুখি একটি মারুতি এসে ধাক্কা মারে মোটর বাইকটিকে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা ফিরোজা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় এনামুল মন্ডলের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কি করে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত শুরু করেছে ইংরেজরা থানার পুলিশ।