মালদায় পৃথক দুটি পথদুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, গুরুতর জখম আরও ১। মালদার ইংরেজবাজার থানার সাটারী এলাকায় ও মালদার ইংরেজবাজার থানার পাঁচ মাইল এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে মালদার শাটারির বাসিন্দা আসাদুল সেক তার দুই শ্যালক সাদিকুল মমিন ও বিকি মোমিন কে নিয়ে শশুর বাড়ি বিনোদপুর থেকে পাগলা ঘাট এলাকায় যাচ্ছিল। পথে সাটারী এলাকায় অমৃতি মোথাবাড়ি রাজ্য সড়কে একটি লরির সঙ্গে তাদের মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, গুরুতর জখম হন তিনজনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আসাদুল সেক ও সাদিকুল মোমিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । বিকি মোমিনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক লরী সহ চালক পলাতক বলে খবর । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে l অন্যদিকে মালদার ইংরেজবাজার থানার পাঁচ মাইল এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়ক রাজমহল রোডে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মোঃ জিয়াউল হক। সে মালদার মানিকচক থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সুত্রে জানি গিয়েছে । বৃহস্পতিবার রাত্রিবেলা ইয় মহরম উপলক্ষে মালদা শহর এলাকায় কারবালা ময়দানে লাঠি খেলা প্রতিযোগিতায় যোগদান করতে এসেছিলেন মোঃ জিয়াউল হক। লাঠি খেলা শেষে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে মালদার ইংরেজবাজার থানার পাঁচ মাইল এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়ক রাজমহল রোডে লরির ধাক্কায় মৃত্যু হয় তার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।