মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নাচোল এলাকা থেকে গ্রেফতার হলো তিন কুখ্যাত জেএমবি জঙ্গি

 

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সতর্কবার্তা পাওয়ার পরেই সীমান্তজুড়ে জারি হয়েছে লাল সতর্কতা । সম্প্রতি উত্তর প্রদেশ থেকে গ্রেফতার হওয়া দুই জেএমবি জঙ্গি জানায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশ থেকে বেশকিছু জেএমবি জঙ্গি ভারতে প্রবেশ করতে পারে এবং দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ছড়ানোই তাদের উদ্দেশ্য। এরপরই জারিত হয় লাল সতর্কতা । ভারতীয় গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয় বাংলাদেশ প্রশাসন কেও। এরপরই রবিবার রাত্রিবেলা মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নাচোল এলাকা থেকে গ্রেফতার হলো তিন কুখ্যাত জেএমবি জঙ্গি। উদ্ধার প্রচুর জিহাদী বই সহ বিভিন্ন নকশা।

 

এদেরকে গ্রেফতার করে বাংলাদেশের রেপিড একশন বাহিনী। তারা হলেন নজরুল ইসলাম, আবু বক্কর, ও সেলিম আলী। এদের বাড়ি ওই এলাকাতেই। দীর্ঘদিন ধরে এরা জেএমবির সাথে জড়িত। বাংলাদেশ এবং সীমান্তবর্তী ভারতের বিভিন্ন স্থানে নাশকতা করাই এদের উদ্দেশ্য। এদের খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছিল  বাংলাদেশ। ভারতে প্রবেশ করাই ছিল এদের উদ্দেশ্য। বাধা হয়ে দাঁড়ায় সীমান্তে জারী লাল সর্তকতা। এদিন এরা একটি গোপন ডেরায় বৈঠক করছিল। সেই সময়ে বাংলাদেশের রেবের বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।