মহালয়ার পুণ্য তিথিতে সারা দেশের সাথে মালদা জেলার বিভিন্ন প্রান্তে নদীর ঘাট গুলিতে পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এদিন মালদা শহরের মহানন্দা নদীর মিশন ঘাট এলাকায় বহু মানুষ এই তর্পনে অংশ নেয়। নদীর ঘাটে উপস্থিত হয় ৮ থেকে ৮০ সকলে। আবার দেখা মেলে মহিলাদের। এদিন থেকে পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু। আর এই পূর্ণ লগ্নে জেলার বিভিন্ন ঘাটে তর্পণ করতে দেখা মেলে জেলার সব শ্রেণীর মানুষদের। এদিন জেলার মানিকচক চাচোল গাজোল এছাড়াও শহরের সাহাপুর ঘাট সদরঘাট হিন্দি স্কুলের ঘাট ফুলবাড়ি ঘাট সহ অন্যান্য ঘাটেও তর্পণের প্রক্রিয়া চলে।