মালদা জেলা জুড়ে লাল সর্তকতা জারি করা হয়েছে। শুরু হয়েছে জোর তল্লাশি।

জামাত জঙ্গী সন্দেহে ঝাড়খন্ডের বুদ্ধগয়া থেকে মালদার কালিয়াচকের  বাসিন্দা দিলবর হোসেনকে গ্রেপ্তারের পর নড়েচড়ে বসল জেলা পুলিশ প্রশাসন। জেলা জুড়ে লাল সর্তকতা জারি করা হয়েছে। শুরু হয়েছে জোর তল্লাশি। সীমান্ত রক্ষী বাহিনী ,জেলা পুলিশ ও রেল পুলিশ শুরু করেছে তল্লাশি অভিযান। স্থল পথ ছাড়াও জলপথেও কড়া নজরদারি করছে সীমান্ত বাহিনী।

 

জেলা পুলিশ কর্মীরা ৩৪নং, ৮১নং জাতীয় সড়ক জুড়ে তল্লাশি করছেন। দুরপাল্লা ট্রেন সহ লোকাল পাসেঞ্জার ট্রেনেও পুলিশ কুকুর নিয়ে চলছে তল্লাশি। জামাত জঙ্গী দিলবর হোসেনের আরো সহযোগী রয়েছে কিনা এই সন্দেহে এমন নজরদারি করা হচ্ছে। জঙ্গীঁরা এই বাংলাদেশে আত্মগোপন করতে পারে এমনও অনুমান করছেন গোয়ান্দা কর্তারা। গোয়ান্দা সূত্রে জানা গেছে  জামাত জঙ্গীঁরা স্বাধীনতা দিবসের পূর্বে মাওবাদী  অধ্যুষিত অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করেছে। ঝাড়খন্ডে দিলবর হোসেনের গ্রেপ্তারের পর এমনই অনুমান গোয়ান্দাদের। তাই বাংলা ঝাড়খন্ড সীমান্তেও নজরদারি করা হচ্ছে।জঙ্গীঁরা একদা মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যদের সাথে যোগাযোগ রাখছে কিনা সেই বিষয়টিও খোঁজখবর করছেন গোয়ান্দারা।