মালদা সংশোধনাগারে বন্দীদের বচসার মাঝে পড়ে আক্রান্ত সাত কারা রক্ষী সহ বেশ কয়েকজন কয়েদি

 

মালদা সংশোধনাগারে বন্দীদের বচসার মাঝে পড়ে আক্রান্ত সাত কারা রক্ষী সহ বেশকয়েকজন কয়েদি। গুরুত্বর আহত দুই কারা রক্ষী। তারা বর্তমানে মালদা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ।

জেল সুত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন সেলে থাকে। শনিবার সকালে ওই সেলে থাকা কয়েদিদের ভেতরে ঢুকতে বলায় কারারক্ষীদের ওপর হামলা চালায় বিচারাধীন বন্দী। এই ঘটনার খবরে অন্যান্য কারারক্ষীরা ছুটে আসলে তাদেরকেও লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয়। এতে সাত কারারক্ষী সহ বেশ কয়েকজন বিচারাধীন বন্দি আহত হয়। ঘটনায় অন্যান্যরা ছুটে এসে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। গুরুত্বর আহত দুই কারারক্ষী সৌরভ সাহা ও অজিত ঘোষ সহ পাঁচজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মাথায় আঘাত রয়েছে। এরপর তাদের পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ও জেল কতৃপক্ষ।

171 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here