মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে আরবাজ খানের। বিস্তর টালবাহানার পর অবশেষে আরবাজের সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে আসেন মালাইকা। কিন্তু, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর এবার নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ।এবার নাকি বিদেশিনির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ খান। জর্জিয়া এন্দ্রিয়ানি এক মহিলার সঙ্গে প্রায়শই দেখা যাচ্ছিল আরবাজ খানকে। ছেলে আরহানকে সঙ্গে নিয়েও জর্জিয়ার সঙ্গে ডিনার ডেটে বেরোতে দেখা যায় আরবাজকে। বিষয়টি নিয়ে আরবাজ খান কোনওরকম মন্তব্য না করলেও এবার শোনা যাচ্ছে অন্য খবর।