এবার স্নাতক হলেন মালালা ইউসুফজায়ী । তার অপরাধ ছিলো মেয়ে হয়েও পড়তে চেয়েছিলেন। বাকি মেয়েদের পড়ার জন্য সওয়াল করেছিলেন। এটাই ছিল সবথেকে বড়ো অপরাধ! সেজন্য তালিবানরা গুলি করেছিল মাত্র ১৫ বছরের মালালার মাথায়। তবু তাকে কোন ওভাবেই দমাতে পারেনি তালিবানের রক্তচক্ষু। আহত অবস্থায় হাসপাতালে বিছানায় শুয়েই একের পর এক যুদ্ধ করে গেছিলেন। পরে সেই যুদ্ধ আরও প্রসারিত হয়। তাঁকে এনে দেয় নোবেল। বিশ্বের সেই কনিষ্ঠ নোবেলজয়ী মালালা এবার স্নাতক হলেন। গত বছর জুনেই স্নাতক পাশ করেছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক করেছিলেন।
কিন্তু করোনা আবহে সমাবর্তন অনুষ্ঠান পিছিয়ে যায়। অবশেষে হল সেই ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’। মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ, গায়ে কালো কোট পরে আনুষ্ঠানিকভাবে স্নাতক হলেন পাকিস্তানের সেই মালালা ইউসুফজায়ী। অনুষ্ঠানের পর নিজেই ইনস্টাগ্রামে সেই পোস্ট দিয়েছেন মালালা। নিমেষে পড়েছে লক্ষ লক্ষ লাইক। কিছু ছবিতে আবার মালালার পাশে রয়েছেন তাঁর স্বামী আসের মালিক।
মালাল দেখিয়ে দিলেন, তালিবানের গুলি তাঁকে থামাতে পারেনি। শুধু নিজের জন্মভূমি পাকিস্তান নয়, আফগানিস্তান সহ গোটা দুনিয়ার মেয়েদের কাছেও নজির গড়লেন মালালা। আফগানিস্তানে ফের মাথাচাড়া দিয়েছে তালিবান। একের পর এক খাঁড়া নেমে এসেছে সেদেশের মেয়েদের শিক্ষা, স্বাধীনতায়। এই পরিস্থিতিতে মালাল নতুন করে বড় দৃষ্টান্ত স্থাপন করলেন।
আর ও পড়ুন ২০২৩ সালে রেল যোগাযোগের আওতায় আসবে জম্মু ও কাশ্মীর
উল্লেখ্য, মেয়ে হয়েও পড়তে চেয়েছিলেন। বাকি মেয়েদের পড়ার জন্য সওয়াল করেছিলেন। এটাই ছিল অপরাধ! সেজন্য তালিবানরা গুলি করেছিল ১৫ বছরের মালালার মাথায়। তবু তাকে দমাতে পারেনি। হাসপাতালে বিছানায় শুয়েই একের পর এক যুদ্ধ করে গেছিলেন। পরে সেই যুদ্ধ আরও প্রসারিত হয়। তাঁকে এনে দেয় নোবেল। বিশ্বের সেই কনিষ্ঠ নোবেলজয়ী মালালা এবার স্নাতক হলেন। গত বছর জুনেই স্নাতক পাশ করেছিলেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক করেছিলেন।
কিন্তু করোনা আবহে সমাবর্তন অনুষ্ঠান পিছিয়ে যায়। অবশেষে হল সেই ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’। মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ, গায়ে কালো কোট পরে আনুষ্ঠানিকভাবে স্নাতক হলেন পাকিস্তানের সেই মালালা ইউসুফজায়ী। অনুষ্ঠানের পর নিজেই ইনস্টাগ্রামে সেই পোস্ট দিয়েছেন মালালা। নিমেষে পড়েছে লক্ষ লক্ষ লাইক। কিছু ছবিতে আবার মালালার পাশে রয়েছেন তাঁর স্বামী আসের মালিক।