মা দুর্গাকেই সন্তুষ্ট করতে অন্ধবিশ্বাসের বলি হল এক শিশু। দুর্গাপুজো অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা৷ কিন্তু তাঁকে তুষ্ট করতেই প্রাণ গেল এক নিরীহ শিশুর।
এমন শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে ওড়িশার বোলাঙ্গির জেলার সিন্ধেকেলা গ্রামে। পুলিশ সূত্রে খবর, সিন্ধেকেলার এক নদীর তীর থেকে ৯ বছরের এক শিশুর মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়েছিল। জানা যায়, মৃতের নাম ঘনশ্যাম রানা। এরপরই তদন্তে নামে পুলিশ।