নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ১৫ নভেম্বর: সংগঠনের মিডিয়া সেলকে আরও শক্তিশালী করতে মুর্শিদাবাদ জেলা সফরে এসে লালবাগে সভা করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেমের একটি ওয়ার্কশপ হল , এই আইটি ওয়ার্কসফে জেলার বিভিন্ন মন্ডল কমিটির আইটি প্রাধান ও সহ প্রধানরা অংশগ্রহন করেন। রাজ্য থেকে আইটি সেলের নেতৃত্ব এই প্রশিক্ষন শিবিরে হাতে কলমে শিক্ষা দেন, যাতে এই জেলায় সোসাল নেটওয়ার্কিং সাইডে আরও ব্যাপ্তি এই জেলায় বাড়ে। পাশাপাশি এদিন আরও একটি বৈঠক করা হয় লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে। এখন কি অবস্থা সংগঠনের এবং আগামী দিনে কি কর্মপ্রনালী হবে তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। সাথে সাথে এদিন বিজেপির রথযাত্রা কার্জক্রম নিয়ে আলোচনা করা হয়। এদিন ফলপ্রসূ প্রশিক্ষন শিবিরের পাশাপাশি এদিন রথযাত্রা নিয়ে খুব বড় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপির কেন্দ্রীয় পর্জবেক্ষক রাহুল সিনহা। এদিন তিনি আরও বলেন এই রথযাত্রায় লক্ষ লক্ষ মানুষ অংশ নেবেন, এবং আগামী লোকসভা নির্বাচনে এই জেলায় বিজেপি খুব ভালো ফল করবে জা আগামী দিনে অন্যান্য জেলার কাছে দৃষ্টান্তস্থাপন করবে।