মুর্শিদাবাদের কান্দি সালার রাজ্য সড়কে বিনোদিয়া এলাকায় বাসের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় আহত এক, মৃত দুই যুবক

 

মুর্শিদাবাদের কান্দি সালার রাজ্য সড়কে বিনোদিয়া এলাকায় বাসের সঙ্গে মোটরবাইকের ধাক্কায় আহত এক, মৃত দুই যুবক।আহত যুবক ওয়সিম আক্রম ।আহত যুবককে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। মৃতদের নাম ইন্দ্র মন্ডল ও সুখেন মন্ডল এরা দুজনেই রাইগ্রামের বাসিন্দা।রায়গ্রাম থেকে ভারতপুরের দিকে আসার পথে বিনোদিয়ার মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে l ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের l চালক ও খালাসি পলাতক ঘাতক গাড়িটিকে আটক করেছে কান্দি থানার পুলিশ l