নিজস্ব সংবাদদাতা,ডোমকল, ২৭শে নভেম্বর : প্রনয় ঘটিত সম্পর্কের জেরে নিজের পাঁচ বছরের মেয়েকে খুন করল মা। গলা টিপে খুন করার অভিযোগ উঠল মা ফিরোজা বিবির বিরুদ্ধে। মৃত শিশু নাম তানিয়া খাতুন (৫)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ বড় মসজিদ এলাকায়। ঘটনা চাঞ্চল্য ছড়াল এলাকায়।
মৃত শিশুর বাবার বাড়ির অভিযোগ, মৃত শিশুর মা ফিরোজা বিবি এবং হানিফ মন্ডলের সাথে প্রনয় ঘটিত সম্পর্ক ছিল । তারা দুজনে চক্রান্ত করে তানিয়া খাতুনকে খুন করেছে। সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তানিয়া খাতুন বলে গল্প ফাঁদে মা এবং সে প্রতিবেশীদের জানায় তানিয়া খাতুন কে খুঁজে পাওয়া যাচ্ছে না । ঘটনার একদিন পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে শিশুটি কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ডোমকল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডোমকল মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু ডোমকল থানার পুলিশ।