নিজস্ব সংবাদদাতা,ডোমকল , ৬ই ডিসেম্বর :ডোমকলে গনতন্ত্র ফেরাতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মুর্শিদাবাদের ডোমকলে মহামিছিল ও সমাবেশ করল সিপিআইএম নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে মহামিছিলের পর সমাবেশে সামিল হন বাম নেতৃত্ব।
এদিন ডোমকলে গনতন্ত্র ফেরাতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ডোমকল শহর জুড়ে পদযাত্রা করে বাম নেতা কর্মী সমথকেরা। মিছিল শেষে ডোমকল রবীন্দ্রমোড়ে সমাবেশে সামিন হন সি পি আই এম নেতৃত্ব। এদিন এই সমাবেশে উপস্থিত ছিলেন সাংসদ মহম্মদ সেলিম, মুর্শিদাবাদের সাংসদ বোদুদ্দোজা খান, ডোমকলের বিধায়ক আনিসুর রহমান, জেলা সি পি আই এম সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্জ্য সহ দলীয় নেতৃত্ব ও বহুকর্মী সমর্থক