মুর্শিদাবাদের তেঁতুলিয়া বর্ডার পাড়া এলাকার বাসিন্দার দেহ উদ্ধার হল মাঝেরহাট সেতুর ধ্বংসস্তুপ থেকে

মুর্শিদাবাদের তেঁতুলিয়া বর্ডার পাড়া এলাকার বাসিন্দা গৌতম মন্ডলের দেহ উদ্ধার হল মাঝেরহাট সেতুর ধ্বংসস্তুপ থেকে। বুধবার সন্ধ্যায় উদ্ধার হয় দেহ। বছর খানেক ধরে কোলকাতায় মেট্রো রেলের কাজের জন্য ছেলে তোতন মন্ডলকে নিয়ে থাকছিলেন গৌতম মন্ডল। কাজ থেকে ছুটি নিয়ে পুজোর সময় বাড়ি আসার কথা থাকলেও সেতু বিপর্যয়ে গৌতম মন্ডলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। জানা যায়, আর সবার সাথে সেতুর নিচেই অস্থায়ী ঝুপড়ি করে থাকতেন গৌতম মন্ডল ও ছেলে তোতন মন্ডল। মঙ্গলবার ঘটনার ঠিক আগের মুহূর্তে বাবা ও ছেলে এক সঙ্গেই ছিলেন। এরপর রাতে রান্নার ব্যবস্থার জন্য সেতুর নিচে চলে আসে গৌতম মন্ডল। এর কিছুক্ষণ পরেই বিকট শব্দে আচমকাই ভেঙে পড়ে সেতু। ছেলে চোখের সামনেই সেতুর নীচে চাপা পড়ে যেতে দেখে তার বাবাকে। ঘটনার কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করে ছেলে তোতন মন্ডল। অবশেষে বুধবার সন্ধায় ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হয় গৌতম মন্ডলের দেহ। দেহ উদ্ধারের পর বৃহস্পতিবার বাড়িতে খবর দেয় ছেলে। মর্মান্তিক এই ঘটনায় স্বভাবতই শোকাহত পরিবারের লোকজন। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর গৌতম মন্ডলের মৃতদেহ আনা হবে বাড়িতে-বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।