মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার মহারাজপুর এলাকায়। মৃতের নাম জেতু মুর্ম(৫০) বাড়ি দক্ষিণদিনাজপুরের চকশ্রী গঙ্গারামপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
জানাগিয়েছে, প্রতি বছরের মতোই এবছরও কর্মসূত্রে জেতু মুমু সপরিবারে মুর্শিদাবাদের দৌলতাবাদের মহারাজপুরে আসেন দিনমজুরি করতে। সারাদিন কাজে ব্যস্ত থাকলেও বেলা শেষে নেশায় আকৃষ্ট হয়ে পড়তেন তিনি। ঠিক তেমনই শনিবার মদ্যপান করার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কিন্তু তার পরে রাত পেরিয়ে গেলে কোন খোঁজ মেলেনি তার। তবে রবিবার সকাল হতেই গ্রামের একটি মাঠ থেকে খবর আসে তার নিথর দেহ পড়ে আছে। খবর দেওয়া স্থানীয় থানা দৌলতাবাদে। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এবিষয়ে দৌলতাবাদ থানার এক পুলিশ আধিকারিক জানান, সকালে মহারাজপুর মাঠ সংলগ্ন এলাকায় কৃষিকাজের জন্য যাচ্ছিলেন কয়েকজন। তারাই প্রথম মৃতদেহটি দেখে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। যদিও এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি রহস্য জনক মৃত্যুর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।