-পাটকাঠি তৈরির কারখানার আড়ালে চলত মাদক তৈরি৷ তার হদিশ পেল সিআইডি, বুধবার দিনভর তল্লাশি চালিয়ে মিলল তথ্য ৷ পাচার চক্রে ধৃত পাঁচ চিনা নাগরিককে নিয়ে নওদার মধুপুরে ফের হানা দিয়ে সিআইডি উদ্ধার করল চিনা ভাষায় লেখা কৌট।বুধবার পাটকাঠির ছাই তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে সিআইডি বেশ কিছু নতুন তথ্য ও মাদক তৈরির নমূনা সংগ্রহ করেছে বলে জানতে পারা গিয়েছে। পাশাপাশি ধৃতদের সেখানে হাজির করে তারা কিভাবে মাদক তৈরি করত তাও যাচাই করে তদন্তকারীদল।
বুধবার তল্লাশি অভিযানে চিনা ভাষায় লেখা কৌট ও মাদক উদ্ধার করেছে সিআইডি । পাশাপাশি ছাই তৈরির কারখানার আড়ালে বোমা ও পিস্তল তৈরি হত বলেও তদন্তে উঠে এসেছে। তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি তদন্তকারী সংস্থার আধিকারিকরা।চল্লিশ কোটি টাকার মাদক সহ পাঁচ চিনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। কলকাতা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তাদের ৷ তদন্তে নেমে জানা গিয়েছে তারা নওদার মধুপুরে নিষিদ্ধ মাদক তৈরির সঙ্গে যুক্ত। সেই সূত্র ধরে সিআইডি মধুপুরে পাটকাঠির ছাই তৈরি করার কারখানায় রবিবার রাতেই হানা দেয়। তখনই সামনে আসে ছাই তৈরির কারখানার আড়ালে চলত নিষিদ্ধ মাদক তৈরির কারবার। উদ্ধার হয় ল্যাপটপ ও মাদক তৈরির সরঞ্জাম। নজু শেখ নামে স্থানীয় এক ইঁট ভাটার মালিকের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পাটকাঠির ছাই তৈরির কাজ চলত। এলাকার মানুষ জানতেন এখান থেকে চারকোল তৈরি হয়। পাঁচ চিনা নাগরিক ধরা পড়ার পরই মাদক তৈরির কারখানা সামনে আসে।