মুর্শিদাবাদের বড়ঞা থানার বৈদ্যনাথপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে । মৃত গৃহবধূ নাম সাদেকা বিবি (২৩)। পাঁচ বছর আগে বিয়ে হয় বড়ঞা সুন্দরপুর গ্রামে বাসিন্দা সাদেকা বিবি সাথে বৈদ্যনাথপুর গ্রামে বাসিন্দা মফিজুল শেখের। মৃত বাপের বাড়ি সদস্যদের অভিযোগ, তিন বছর আগে সৌদি আরব যাবে বলে সাদেকা খাতুন সমশ্ত সোনার গহনা বন্দক দেন একটি সোনার দোকানে স্বামী মফিজুল সেখ। পাঁচ মাস আগে বাড়ি ফিরে আসে সৌদি আরব থেকে কিন্তু বাড়ি ফিরেও সোনার গহনা না ছাডানো নিয়ে অশান্তি সুত্রপাত হয় কয়েক মাস ধরে প্রায় মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে শ্বশুর বাড়িতে গৃহবধূ
সাদেকা বিবি উপর শারিরীক নির্যাতন করে মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ, পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন শ্বশুর বাড়ির সদস্যরা। হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হলে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যান স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা বলে অভিযোগ। ঘটনার জেরে বাপের বাড়ি সদস্যরা বড়ঞা থানায় স্বামী মফিজুল সেখ, শ্বশুর আতাহার মীর সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।