মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের গুরুদাসপুর অঞ্চলে কংগ্রেস থেকে নির্বাচিত তিন মেম্বার সহ প্রায় ৫০০ জন কর্মী শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শনিবার জেলা তৃণমূলের কার্যালয়ে জেলা তৃণমূলের সভাপতি সুব্রত সাহা তাদের হাতে দলীয়পতাকা তুলে দিয়ে তাদের দলে স্বাগত জানান । দলে যোগদান করেন মনোয়াজ সরকার, সোহরাব হোসেন, কোহিনুর বিবি l এরা সকলেই কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে মেম্বার হয়েছিলেন।