মুর্শিদাবাদের লালবাগে একটি ইলেকট্রনিক্স দোকানে ট্যারেন্টুলার আতঙ্ক, শনিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখে সাটারের পাশে রয়েছে একটি ট্যেরেন্টুলা জাতিয়ো এক প্রকাশ মাকোরশা। সঙ্গে সঙ্গে তারা সেটিকে ধরে ফেলে এবং একটি প্লাস্টিক জারে আঁটকে দেয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। দোকান মালিক রাজেস সেখ জানায় বাইরে থেকে প্রচুর মাল আসে সেখান থেকেই টিভি বা ফ্রিজের বক্সের মধ্যে এটি চলে এসেছে আমরা অনেকটাই আতঙ্কিত রয়েছি, শহরের মধ্যে ট্যারেন্টুলা জাতিয় কিছু নেই, বাইরে থেকেই এই গুলি চলে আসছে।