মুর্শিদাবাদের সালারে সরমস্তপুরে লোহার রডের আঘাতে মৃত্যু হলো এক যুবকের

 

 

মুর্শিদাবাদের সালারে সরমস্তপুরে লোহার রডের আঘাতে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম আব্দুল সামাদ সেখ (২৪) । আহত হয়েছেন আরও চার ব্যাক্তি আহতদের সালার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে আজ থেকে বছর দশেক আগে সালার থানার সরমস্তপুর গ্রামের বাসিন্দা আজিজুল মোল্লার সঙ্গে বিয়ে হয় ওই থানা পুঁয়া গ্রামের বাসিন্দা রসিদা বিবির। বিয়ের কয়েক বছরের মধ্যেই রসিদা বিবির বাড়ি থেকে দেওয়া সমস্ত সোনার গহনা বিক্রি করে দেয় স্বামী আজিজুল মোল্লা। এই গহনা বিক্রি করার কথা জানতে পারে রসিদা বিবি। স্বামী কে জিজ্ঞাসা করলে রসিদা কে মারধর করে তার স্বামী। এই কথা বাবার কাছে জানায় রসিদা। দিন কয়েক আগে এই ঘটনা নিয়েই রসিদা কে মারধর করে তাড়িয়ে দেয় স্বামী আজিজুল । শনিবার সকালে রসিদার ভাই আব্দুল সামাদ সেখ গ্রামের কয়েক জন কে নিয়ে জামাইবাবু আজিজুল বাড়ি যায়। সকলে গিয়ে জিজ্ঞেস করে সোনার গহনা কেন বিক্রি করেছে। তখনই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় বচসা থেকে হাতাহাতি শুরু হয়। হঠাৎ আজিজুল সেখ ঘড় থেকে একটি লোহার শক্ত রড দিয়ে আব্দুল সামাদ সেখের মাথায় আঘাত করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল সামাদ সেখের ।আহত হয়েছে আরো চার জন। ঘটনাস্থলে সালার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় । এই ঘটনায় ছয় জন কে গ্রেফতার করেছে সালার থানার পুলিশ।