নিজস্ব সংবাদদাতা,সুতি, ১৭ই নভেম্বর : শনিবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় টাটা সুমো উল্টে মৃত্যু হল এক জনের, জখম প্রায় ৯ জন। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নাজিম শেখ তার বাড়ি সাহাজাদপুর এলাকায় । শনিবার দুপুরে সুতি থানার সরলা বসন্তপুর থেকে সুতি থানার ওমরাপুর দিকে একটি টাটাসুমো যাচ্ছিল তাতে দশজন যাত্রী ছিল, যাওযার সময় সরলা বসন্তপুর- ওমরাপুর রাজ্য সড়ক উপর নিয়ন্ত্রণ হারিয়ে টাটা সুমো উল্টে যায় এবং গুরুতর জখম হন চালক সহ সকলেই । স্থানীয় বাসিন্দারা আহতদের সকলকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয় নাজিম শেখের। বাকি নয়জনের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।